‘আ’লীগ পুনর্বাসিত হলে দায় বর্তমান দায়িত্বশীলদের নিতে হবে’ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন কেবল একটি দল নির্বাচন চায়। প্রকৃতপক্ষে দেশের আপামর জনতাসহ সকল দলই একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির দীর্ঘ সময়ে আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের পছন্দের নোবেলজয়ী ইউনুস দায়িত্বে নিয়োজিত আছেন। তাহলে নির্বাচন নিয়ে এতো তালবাহানা কেন? কোন কারণে যদি এই স্বৈরাচারী আ’লীগ পুনর্বাসিত হয় তাহলে সেই দায় কিন্তু বর্তমানে দায়িত্বরতদের নিতে হবে। আন্দোলনকারী নাবালকদের মুখ থেকে বিরুদ্ধাচরণ মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।‘
শনিবার (৩১ মে) দুপুর থেকে রাত সাড়ে ৯টা পযর্ন্ত নরসিংদী মাধবদী পৌরসভার মহিষাশুড়া ইউনিয়ন, পাইকার সবশেষ নুরালাপুর উনিয়নের শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধবদীর শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও শহর বিএনপির সাধারণ সম্পাদক ডা: মো: জাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইকবার হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ, আনোয়ার হোসেন আনুর, মো: সেলিম মিয়া, মো: সফিকুল ইসলাম সফি, মো: সাদেকুর রহামান গাজী, মো: আবদুল হাই, আমজাত হোসেন, আবুল বাশার প্রমুখ।