লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিশ্বজিৎ কুমার দাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাস্থলটি সীমান্ত পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে অবস্থিত।
আটক ব্যক্তির নাম বিশ্বজিৎ কুমার দাস ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার বাসিন্দা এবং তার বাবার নাম অপু দাস। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশী ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হবে।’
তিনি আরো বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি টহল ও নজরদারি বৃদ্ধি করেছে, যার ফলে নিয়মিতভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা সম্ভব হচ্ছে।



