কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ অশতকা মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম সাইফা আক্তার (৭) ও মাইমুনা আক্তার (৭)। সম্পর্কে তারা চাচাতো বোন।
সাইফা দক্ষিণ অশতকা গ্রামের এখলাস মিয়ার মেয়ে। মাইমুনা একই বাড়ির রতন মিয়ার মেয়ে।
তারা স্থানীয় উরদিঘী দাখিল মাদরাসায় প্রথম শ্রেণীতে পড়তো।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে গোসল করার কথা বলে একটি মগ হাতে নিয়ে সাইফা ও তার বাবার ফুফাতো ভাইয়ের মেয়ে মাইমুনা বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নামে তারা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও গোসল করে সাইফা ও মাইমুনা বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকজন।
সাইফা আক্তারের চাচা আলাল মিয়া জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশে নরসুন্দা নদীতে গোসল করতে যান তিনি।
এ সময় সাইফার মা নাজমা আক্তার বলেন, ‘সাইফার গোসল করার মগটি এখানে পড়ে আছে কিন্তু তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে নদীতে ডুবাতে থাকেন তিনি। এক পর্যায়ে সাইফা ও মাইমুনাকে জড়াজড়ি অবস্থায় উদ্ধার করেন আলাল। উদ্ধারের পর তাদেরকে দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানিয়েছে মারা যাওয়া শিশু দুজনের কেউই সাঁতার জানত না।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল তৈরি করে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’