ঝালকাঠিতে শহীদ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শনিবার জোহর নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ছাত্র-জনতা উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি

Location :

Jhalokati
হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ঝালকাঠিতে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জোহর নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ছাত্র-জনতা উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক মাহমুদ হাসান বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হাদি ভাইকে যারা গুলি করেছে তাদের ইন্টারপুলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।