সিরাজগঞ্জে তাড়াশে জমকালো আয়োজনে মধ্যে দিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হল রুমে দৈনিক নয়া দিগন্ত পাঠক ফোরামের আয়োজনে ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
দৈনিক নয়া দিগন্ত পাঠক ফোরামের সভাপতি অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রভাষক সনাতন দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা জামায়াতের আমির খ ম সাকলাইন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব, তাড়াশ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল কাদের, সমকালের প্রতিনিধি আতিকুল ইসলাম বুলবুল, মানবজমিনের শফিউল হক বাবলু, এশিয়ান টিভির শামীউল হক শামীম,মানবজমিনের চলনবিল প্রতিনিধি এম মাজিদ, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সোহেল রানা সোহাগ, ইনকিলাবের শামীম হোসেন, কালবেলার হাদিউল হৃদয়, পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আক্কাস, ঢাকা প্রতিদিনের সাব্বির মির্জা, যুবদল নেতা সোহেল রানা, ছাত্রদল নেতা নুরুন নবী, নয়া দিগন্তের তাড়াশ সংবাদদাতা লুৎফর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সামাদ বলেন, ‘দৈনিক নয়া দিগন্ত’ সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের পাঠকদের আস্থা অর্জন করেছে। শত প্রতিকূলতার মধ্যেও গত ২১বছরে পত্রিকাটি সাংবাদিকতার মান ধরে রেখেছে। যা দেশ ও গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকের এ ডিজিটাল যুগে তথ্যের স্রোতে ভেসে না গিয়ে নয়া দিগন্ত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রেখেছে সেটি প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।



