আমি যদি নির্বাচিত হই, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে ঘোষণা দিয়েছেন বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ।
শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস আয়োজনে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ৮২ সালে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। আমার সংসদীয় আসনে নদী ভাঙ্গন একটি গুরুতর সমস্যা। আমি চেষ্টা করছি নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রজেক্ট আনার। ইতোমধ্যে হিজলায় একটি প্রজেক্ট প্রি একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের গোবিন্দপুর নামে একটি চর রয়েছে। প্রতিবছর এখান থেকে ১০ কোটি টাকা বিভিন্নভাবে লোকজন খায়। আমি যদি নির্বাচিত হই, তাহলে এই চরের মূল মালিক যাতে এই চর ভোগ করতে পারে সেই ব্যবস্থা করব।
আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন একরকম ও সংসদ নির্বাচন আরেকরকম। আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের কোনো প্রভাব পড়বে না; বরং বিএনপির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতভাবে বিজয়ী হবেন।
এর আগে বিএনপি নেতা মেজবাহউদ্দিন ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, আলী খান জসিম, নজরুল বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ।