কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় ইটভাটা ধ্বংস ঠেকাতে কাফনের কাপড় পরা অবস্থায় রাস্তায় শুয়ে প্রতিবাদ করেছেন শতাধিক শ্রমিক।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কর্মসংস্থান ধ্বংস না করার দাবিতে প্রতিবাদ করেন তারা।
এ সময় শ্রমিকরা কাফনের কাপড় পরে অভিযানকারীদের গাড়িবহরের সামনে রাস্তায় শুয়ে পড়েন। এতে অভিযানে আসা পরিবেশ অধিদফতর ও প্রশাসনের গাড়িবহর রাস্তায় আটকে পড়ে।
জানা যায়, ফাইতং ইউনিয়নে ২৫টির বেশি ইটভাটা রয়েছে। সেখানে ১৫ হাজারের অধিক শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে জীবনধারণ করছেন। ইটভাটাগুলো ধ্বংস করা হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। এ কারণে বান্দরবান পরিবেশ অধিদফতর ও প্রশাসন ইটভাটা বন্ধে অভিযান চালানোর চেষ্টা করলে শ্রমিকরা এর বিরোধিতা করেন।
পরিবেশের ক্ষতিসাধনের অজুহাতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তবে শ্রমিকদের আন্দোলনের মুখে অভিযান সফল হয়নি।
শ্রমিকদের দাবি, ইটভাটা বন্ধ হলে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়বে। তাই এলাকার শ্রমজীবী মানুষগুলোর প্রাণের বিনিময়ে হলেও কর্মসংস্থান ধ্বংস করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন তারা।
এ বিষয়ে জানতে বান্দরবান পরিবেশ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।



