চাঁদপুর-২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার পর্যন্ত মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Location :

Chandpur
চাঁদপুর-২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
চাঁদপুর-২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল |নয়া দিগন্ত

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই আসনে মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো: জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, স্বতন্ত্র জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী, জাতীয় পার্টি (জাপা) মনোনীত মো: এমরান হোসেন মিয়া, এলডিপির মনোনীত বিল্লাল হোসেন মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো: মানসুর আহমেদ সাকি, গণ অধিকার পরিষদ মনোনীত বি এম গোলাফ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত রাশিদা আক্তার মিতু, নাগরিক ঐক্য মনোনীত এনামুল হক, স্বতন্ত্র ফয়জুন্নুর আখন রাসেল, স্বতন্ত্র একজনের নাম অনুপস্থিত থাকলে পরে হালনাগাদ করা হবে।

প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে তাদের মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা, উপজেলা প্রশাসন ও কার্যালয় প্রাঙ্গণে ছিল রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।

মনোনয়ন দাখিল করতে আসা বেশিরভাগ প্রার্থীই জানান, এবার জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে তারা আশাবাদী। তবে ভোটের দিন নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে এখনও ভোটার ও রাজনীতিকদের মধ্যে শঙ্কা রয়েছে বলেও মত দেন তারা।

এক প্রার্থী বলেন, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসন নজরদারি বাড়ালে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয় উপস্থিতি এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামায় চাঁদপুর-২ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস মিলছে। ইতোমধ্যে তৃণমূলে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা-সমালোচনা বেড়েছে।