গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে জামায়াতের জনসভা

নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: মুসলেহ উদ্দিন সভাপতিত্বে ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের অফিস সম্পাদক মো: আব্দুল মোমেন শেখ (জুয়েল) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নে জামায়াতের জনসভা
গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নে জামায়াতের জনসভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার‌ নিগুয়ারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে পাতলাশী বাজার হাসপাতাল মাঠে ‘আল্লাহর আইন চাই, সৎ লাকের শাসন চাই’ স্লোগানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: মুসলেহ উদ্দিন সভাপতিত্বে ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের অফিস সম্পাদক মো: আব্দুল মোমেন শেখ (জুয়েল) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাগলা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও উত্তর সাংগঠনিক জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আবু তালেব, সাবেক ইউপি সদস্য মো: শাহিন মিয়া (কালা বেলু) প্রমুখ।

সভায় বক্তারা ইসলামী মূল্যবোধ, ইনসাফপূর্ণ সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।