গৌরনদীতে মাদককারবারিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ইয়াবাসহ ইদ্রিস মাতুব্বর নামে এক মাদককারবারিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করে তারা।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ ইদ্রিস মাতুব্বর (৫০) নামে এক মাদককারবারিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করে তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইদ্রিস ওই ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারি করে আসছিল ইদ্রিস। এদিন ইয়াবা পাচারের সময় তাকে আটক করে কয়েকজন যুবক। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইদ্রিসকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।