বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ ইদ্রিস মাতুব্বর (৫০) নামে এক মাদককারবারিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করে তারা।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ইদ্রিস ওই ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারি করে আসছিল ইদ্রিস। এদিন ইয়াবা পাচারের সময় তাকে আটক করে কয়েকজন যুবক। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইদ্রিসকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।