ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ফোরলেন সড়কের পাশে কাশফুল বাগানের ঝোপ থেকে একটি বিদেশী পাইপগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অভিযান চালিয়ে এটি উদ্ধার করে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ভাদুঘর শান্তিনগর এলাকায় ফোরলেন রাস্তার পাশে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে ছোট আকৃতির একটি বিদেশী পাইপগান উদ্ধার করেন। অস্ত্রটি আকারে ছোট হওয়ায় বহন ও ব্যবহার সহজ এবং এটি নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশেই সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে র্যাব।
উদ্ধার করা পাইপগানটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



