মুকসুদপুরে চোরের আঘাতে নিহত ১

রাত ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নাহিদ পারভেজ জনি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

Location :

Gopalganj
গোপালগঞ্জের ম্যাপ
গোপালগঞ্জের ম্যাপ |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরির সময় চোরের আঘাতে মোফাজ্জেল শিকদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মোফাজ্জেল ওই গ্রামের মরহুম আফসার শিকদারের ছেলে।

এ ঘটনায় ওই গ্রামের আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (২০) ও তারা মিয়ার ছেলে মুন্না মিয়াকে (২৩) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মোফাজ্জেল শিকদারের বাড়ির ডাব গাছে ডাব চুরি করতে যান হাসিব ও মুন্নাসহ তিন যুবক। এর মধ্যে এক যুবক ডাব পাড়তে গাছে ওঠেন। এ সময় গাছের মালিক মোফাজ্জেল টের পেয়ে তাদের ধাওয়া দিলে চোররা ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ভাংগা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।