মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বসতবাড়ির রাস্তায় ইট সলিং কাজে বাধা ও হামলার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন রাহেল ও বাবেল।
জানা যায়, শমশেরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে একটি বসতবাড়ির রাস্তায় ইট সলিংয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় পাঁচজন আহত হন। ঘটনার পর ভুক্তভোগী পক্ষ কমলগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামিরা আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবস্থান করছে। শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে মামলার অন্যতম দুই আসামি রাহেল ও বাবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কমলগঞ্জ থানা জানায়, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।



