সাভারে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া দিগন্তকে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: জালাল উদ্দিন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Dhaka
ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নয়া দিগন্তকে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দর কাথা গ্রামের গুলজার হোসেন মানিকের ছেলে মো: জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা গ্রামের মরহুম হায়দার আলীর ছেলে মো: আল আমিন (৩২), ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া পূর্বহাটি গ্রামের মো: কামাল হোসেনের ছেলে মো: পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, ‘দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তাদের বিরুদ্ধে জামালপুর ও মাদারীপুরসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।’