সাগর ফের উত্তাল

ফিরে আসছে চট্টগ্রামের মাছ শিকারের ট্রলারগুলো

মৌসুম চলছে অথচ এরই মধ্যে তিনবার বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হওয়ায় ট্রলারগুলো উপকূলে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Patiya
উপকূলে মাছধরা ট্রলারগুলো
উপকূলে মাছধরা ট্রলারগুলো |নয়া দিগন্ত

ভরা মৌসুম হলেও বৈরী আবহাওয়ার কবলে সাগরে ইলিশ আহরণ। তাই আবারো উপকূলে ফিরে আসতে হচ্ছে চট্টগ্রামের হাজার হাজার মাছধরা ট্রলারকে।

সোমবার (৭ জুলাই) বিকেলে বাঁশখালী ও আনোয়ারা ট্রলার মালিকরা জানান, আবারো সাগর উত্তাল হওয়ায় ট্রলারগুলো দুপুর থেকে ফিরে আসা শুরু করেছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ২৪ জুন থেকে ফিরে আসা শুরু করেছিল ট্রলারগুলো। পরে আবহাওয়া ভালো হলে জুলাইর শুরুতে শতশত ট্রলার মাছ শিকারে গিয়ে গতকাল থেকে আবারো বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হওয়ার কারণে আবার উপকূলে ফিরে আসতে বাধ্য হচ্ছে মাছধরা ট্রলারগুলো।

সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞার ৬৫ দিন শেষে গত ১১ জুন ভোররাত ও ১২ জুন সকাল থেকে মাঝি-মাল্লা রসদসহ সাগরে ইলিশ আহরণে গিয়েই বৈরী আবহাওয়ার কবলে পড়েন। টানা তিন বার সাগরে ইলিশ আহরণ করতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে বেকায়দায় ট্রলার মালিক মাঝি-মাল্লারা। তারা বলছেন, মৌসুম চলছে অথচ এরই মধ্যে তিনবার বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হওয়ায় ট্রলারগুলো উপকূলে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এতে ট্রলার মালিকদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

প্রথমবার ১১ ও ১২ জুন এবং পরেরবার আবহাওয়া কিছুটা ভালো হলে ২০ জুন ও ২১ জুন সাগরে গিয়ে ২/১ দিন অবস্থানের পরে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ২৪ জুন থেকে আবারো ফিরে আসতে হয়েছে হাজার হাজার ট্রলারকে। পরে আবার জুলাইর শুরুতে সাগরে গেলেও ৭ জুলাই থেকে ফিরে আসতে হচ্ছে মাছধরা ট্রলারগুলোকে।

বাঁশখালী শেখেরখীল ট্রলার মালিক সমিতির সভাপতি এয়ার আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত ২৭ দিনে তিন দফায় সমিতির ৫০০ শতাধিক ট্রলার ফিরে এসেছে। তারা সাগরে থাকালেও শূন্য হাতেই তাদের ফিরতে হয়েছে। এতে করে প্রতি ট্রলারে অন্তত ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, এবার সাগরে ইলিশসহ সব ধরনের মাছের আকাল পড়েছে। একপ্রকার শূন্য হাতেই ফিরতে হচ্ছে।

তিনি বলেন, সাগরে ইলিশসহ সব মাছের আকাল আগে হয়নি।

বাঁশখালী চাম্বল বাংলা বাজার ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন একই কথা। তিনি বলেন, এ সমিতির প্রায় ৬০০ শতাধিক ট্রলার শূন্য হাতে মাঝি-মাল্লা নিয়ে কূলে ফিরে আসতে বাধ্য হয়েছে।

চট্টগ্রাম জেলা সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির যুগ্ম-সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হওয়ায় দুই দফা এবং ৭ জুলাই থেকে সমিতির প্রায় ৫০০ ট্রলার উপকূলে ফিরে আসা শুরু করেছে। এ ছাড়াও আরো কয়েক শ’ ট্রলার বিভিন্ন জেলায় নিরাপদে রয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীনিবাস চন্দ্র চন্দ।

তিনি জানান, জেলার ৫ হাজার ৫৮১টি ছোট-বড় ইঞ্জিনচালিত ট্রলার ও ২৫৭টি স্টিলবডির বড় ট্রলার রয়েছে। এসব নৌযান এখন উপকূলে ফিরে এসেছে।