সিরাজগঞ্জের তাড়াশে গোয়াল ঘরের জানালা ও মাটির দেয়াল ভেঙে মো: সাইফুল ইসলাম নামের এক কৃষকের সাতটি গরু চুরি হয়েছে।
শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
কৃষক সাইফুল ইসলাম ওই গ্রামের মরহুম সেকেন্দার আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতি দিনের মতো সন্ধ্যায় ওই কৃষক মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে যান। পরে পরিবারের সদস্যরাসহ সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরের দল ওই কৃষকের বাড়িতে গিয়ে গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করে। পরে তালা ভাঙতে ব্যর্থ হলে কৌশলে গোয়াল ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে। তারপর কোদাল দিয়ে জানালাসহ ঘরের দেয়াল ভেঙে দুধেল গাভি, বকনা, ষাঁড় ও বাছুরসহ মোট সাতটি গরু চুরি করে নিয়ে যায়।
এদিকে সকালে কৃষক সাইফুল ইসলাম ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালের জানালা ও দেয়াল ভাঙা। ভেতরে গিয়ে দেখেন গোয়ালে একটি গরুও নেই।
কৃষক সাইফুল ইসলাম জানান, তার চুরি হওয়া সাতটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা। এগুলো তার রোজগারের সম্বল ছিল। সবগুলো গরু চুরি হওয়াতে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একইসাথে গরু চুরির ঘটনায় চোরাই চক্রকে ধরতে অভিযান চলছে।