মাদারীপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর অফিসে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান।
দুদক জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে টি-আর, কাবিখা ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলে।
এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে সদর উপজেলার ছয়না গ্রামে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান মোল্লার (শরীয়তপুরের জাজিরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, নতুন কর্মস্থল জানা নেই) নিজ বাড়ির সামনে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছে দুদক।
এছাড়াও ভূমি উন্নয়ন করের ১ শতাংশ প্রকল্পের কাজ দেয়া হয়েছে কারিমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে। যা একজন ভূমি উপ-সহকারী কর্মকর্তার স্ত্রীর মালিকানাধীন। বিষয়টি আইনসঙ্গত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘প্রতিটি দফতরের বিরুদ্ধে আসা অভিযোগের ফাইলপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েকটি প্রকল্পে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অনিয়মের বিষয় কমিশনকে জানানো হবে। পরবর্তীতে দুদক কমিশনের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’