দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে খানসামা উপজেলায় র্যালি, মৌন মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র্যালিটি পাকেরহাট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী রাইস মিল চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খানসামা ও চিরিরবন্দর এলাকার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকাড ধরে রাখতে দেখা যায় এবং বিভিন্ন স্লোগান দেন তারা।
তাদের মূল দাবি ছিল- ‘মনোনয়ন বাতিল করো’, যোগ্য প্রার্থী বাছাই করো’, ‘মনোনয়ন পরিবর্তন হলে, ধানের শীষের বিজয় হবে’ এবং ‘মনোনয়ন বদলাও, বিএনপি বাঁচাও’।
মতবিনিময় সভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সম্ভাব্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রাখা অত্যাবশ্যক।
তারা অভিযোগ করেন, পারিবারিক প্রভাব বা স্বজনপ্রীতির কারণে প্রার্থী নির্বাচন করলে দলের জনপ্রিয়তা ক্ষুণ্ন হয় এবং জনগণের আস্থা কমে।
বক্তারা আরো বলেন, আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে জনমতের সাথে মিল রেখে উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে দল ও জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করা নেতাদের মূল্যায়ন না করে প্রার্থী নির্বাচন করা হলে তা দলে বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে।



