উড়োজাহাজ সঙ্কটের অজুহাতে বরিশাল-ঢাকা আকাশপথে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিমান।
সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুলাই) থেকে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দু’টি উড়োজাহাজ পেলেই ফ্লাইট আবার চালু করা হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে বরিশাল বিমানবন্দরের উদ্বোধনের পর থেকে ঢাকা-বরিশাল রুটে নিয়মিত বিমান চলাচল শুরু হয়। তবে পদ্মাসেতু চালুর পর যাত্রী সঙ্কটের অজুহাতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এ রুটে সপ্তাহে মাত্র তিন দিন ফ্লাইট চলতো। অবশেষে এবার পুরোপুরি বন্ধ ঘোষণা করা হলো ফ্লাইট চলাচল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ‘এস-২ একেডি’ নম্বরের বিমানটি ৬০ জন যাত্রী নিয়ে বরিশালে আসে এবং সন্ধ্যায় ৬৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায়। বর্তমানে কোনো বেসরকারি এয়ারলাইনও এ রুটে ফ্লাইট পরিচালনা করছে না।