ভাঙ্গায় হিজরার লাশ উদ্ধার

সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় তোষু হিজরার লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার গায়ে ব্লাউজ পরা ছিল।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
মাসুদ বেপারী ওরফে তোষু হিজরা
মাসুদ বেপারী ওরফে তোষু হিজরা |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় সেতুর নিচ থেকে মাসুদ বেপারী (৩২) ওরফে তোষু হিজরার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদী গ্রামের ৩ নম্বর সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় তোষু হিজরার লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার গায়ে ব্লাউজ পরা ছিল।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার এসআই রতন জানান, লাশটি উদ্ধারের পর থানায় একাধিক হিজরার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি দৌলোদিয়া গোয়ালন্দ রাজবাড়ীর বাবু ব্যাপারীর মেয়ে মাসুদ বেপারী ওরফে তোষু হিজড়া বলে জানা যায়। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।