রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

দুপুর আড়াইটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

Location :

Rajshahi
জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনজুর রহমান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনজুর রহমান পুঠিয়া উপজেলার শাখা জামায়াতে ইসলামীর আমির।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নূরুজ্জামান লিটন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মনসুরুল হক মন্টু ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজুর রহমান।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মনজুর রহমান স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এবং দলের স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।