সিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটের ঘটনার অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালত-৭-এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, রোববার দুপুরে আদালত সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেফতারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও ৭টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
ঘটনায় গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।
গ্রেফতার সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি ভোলাগঞ্জ এলাকার মরহুম আব্দুল বারীর ছেলে।
এদিকে তার মুক্তির দাবি করে বিবৃতি প্রদান করায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবরকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি।