বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর চার দিন পর ছেলেও মারা গেলেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে মাসুদ রানা (৩৬)। এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম।
এর আগে গত সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের গুনাইহাটি এলাকায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা সড়ক পার হওয়ার সম একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার মৃত অফেস উদ্দিনের ছেলে আনছার আলী (৬০), লালপুরের ধলা গ্রামের নফেল ইসলামের ছেলে নয়ন ইসলাম (২৮) ও একই গ্রামের ইদু প্রামানিক ছেলে ভ্যানচালক মুনছের প্রামানিক (৬৫)। গুরুতর আহত হন আনছারের স্ত্রী রাশিদা বেগম (৫৪), তার দুই ছেলে রানা (৩৬) ও রাসেল (২৬)। পরে রাতেই মারা যান রাশিদা বেগম।