‘সবাইকে নিয়ে আগামীতে গড়বো শান্তির বাংলাদেশ, মানুষের সুখ-দুঃখে বিএনপি সবসময় পাশে থাকবে’— এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুয়াকাটার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যখন ঢাকায় ছাত্র রাজনীতি করতাম, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশে ঘুরেছি। একদিন তাকে বলেছিলাম— আমার কলাপাড়ার মানুষ অন্ধকারে রয়েছে, আপনি একবার সেখানে গিয়ে মানুষের সুখ-দুঃখ দেখুন এবং তাদের জন্য কিছু করুন। তিনি আমার কথা রেখেছিলেন, এরই ধারাবাহিকতায় কলাপাড়া মোজাহার উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এসে মানুষের সুখ-দখের কথা শুনে কিছু মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করেছিলেন।’
এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। মানুষ যতবার ভোটের সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি বিজয়ী হয়েছে। আস্থার কারণেই মানুষ আজও বিএনপির দিকে ফিরে আসে।’
সরকারের সমালোচনায় তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে শেষ করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এখন ক্ষমতা হারানোর ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে।’
প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে এসে হামলা ও মামলার শিকার হয়েছি। বর্তমান কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লীও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হয়েছিলেন। তবু আমরা প্রতিহিংসা নয়, ন্যায়ের পথে রাজনীতি করি। নেতাকর্মীদের সর্বদা মানুষের পাশে থাকতে হবে এবং কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম হাওলাদার। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।