সিলেট নগরীতে ভবনের ছাদ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিদ্যুতের তারের সাথে লাগানো একটি প্লাস উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর বারুতখানা এলাকার একটি ভবনের ছাদ থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্তে সিআইডি টিম কাজ করছে। ওই যুবক কী কারণে সেখানে গিয়েছিলেন এবং কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।’