সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়
৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় |নয়া দিগন্ত

নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে জেলা ও উপজেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।

ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম, রহমত ইকবাল অনার্স কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, কৃতি শিক্ষার্থী আউয়াল বিনতে জুবাইদা, আতিকুর রহমান প্রমুখ।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন’স স্কিমের (এসইডিপি) আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি’র ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।