ডেভিল হান্ট অভিযানে গত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সদস্য পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল সিকদারকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার সময় কলাগাছিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জানা যায়, গত সরকারের আমলে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় গলাচিপায় উপজেলায় আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গলাচিপা অফিসার ইনচার্জ মো: আশাদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি পটুয়াখালীর ডিবি হেফাজতে আছেন।