পিরোজপুর জেলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে মোয়াযযম হোসেন হেলাল বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশী, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী এবং বাংলাদেশের বৈধ নাগরিক।’

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur Sadar
পিরোজপুর জেলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত |নয়া দিগন্ত

সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও নবীন চিন্তার উদ্ভাবনের লক্ষ্যে ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা’র ভিশন সামনে রেখে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড এবং পৌরসভার দায়িত্বশীলদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবুল হাসনাত মো: আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মোয়াযযম হোসেন হেলাল বলেন, ‘গত ৫৩ বছরে আওয়ামী শক্তি মৌলবাদ, জঙ্গি ট্যাগ দিয়ে ইসলামী শক্তিকে রাষ্ট্রর বিরুদ্ধে নিয়ে কাজ করার চেষ্টা করেছে। আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশী, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী এবং বাংলাদেশের বৈধ নাগরিক।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়েত ইসলামী মনে করে এদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই। জামায়াতে ইসলামীর লোকেরাই এদেশে মন্দির পাহারা দিয়েছে। এভাবেই বাংলাদেশ জামায়েত সম্প্রীতির সমাজ তৈরি করতে চায়।’

শিক্ষাশিবিরে অংশগ্রহণকারী সদস্য ইসহাক আলী বলেন, ‘এই ধরনের আয়োজন আমাদের চিন্তা-ভাবনাকে গভীর করতে সহায়তা করে। আমরা প্রত্যেকেই এখানে নিজ নিজ দায়িত্ব পালনে আরো সক্ষম হয়ে উঠতে চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা নায়েবে আমির আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক সহ অন্য নেতারা।

এ শিক্ষা শিবিরের মাধ্যমে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা কিভাবে উজ্জ্বল আগামী গড়ার অসমাপ্ত কাজ শুরু করেছে, তা পরিষ্কার হয়ে ওঠেছে। এ উদ্যোগের মাধ্যমে সংগঠনটি নতুন লক্ষ্য ও দিগন্তের সন্ধান খুঁজে পেতে সক্ষম হবে বলে আশা করছেন স্থানীয় নেতারা।