‘সৃজনশীল ও দেশপ্রেমিক দল হিসেবে মানুষ জামায়াতকে বেছে নিয়েছে’

শুক্রবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় দাঁড়িপাল্লার সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভার পর সাংবাদিকদের এ কথা বলেন শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Noakhali
পথসভায় জামায়াত প্রার্থী
পথসভায় জামায়াত প্রার্থী |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেছেন, ‘বন্ধুপ্রতিম সংগঠনের অনেকে আগের ফ্যাসিবাদের মতো আচরণ করছে। যার কারণে মানুষ অনেক বিরক্ত। এখন সৃজনশীল ও পজিটিভ কার্যক্রম এবং দেশপ্রেমিক সংগঠন হিসেবে মানুষ জামায়াতে ইসলামীকে বেছে নিচ্ছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর হাতিয়ায় দাঁড়িপাল্লার সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহফুজুল হক বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছি। মানুষ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেছে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, অত্যাচার ও জুলুমবাজী থাকবে না। কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনের কিছু লোকের জন্য আজ তা ভেস্তে যাচ্ছে।‘

তিনি বলেন, ‘দেশের মানুষের মুখে মুখে এবার জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে। এটার প্রভার হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষক, শ্রমিক ও জেলেসহ সর্বত্রয় সবার মুখে মুখে। আমরা যেখানে যাচ্ছি সেখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সবার কথা, অনেকের শাসন দেখেছি; একবার দাঁড়িপাল্লা দেখতে চাই।’

এ সময় উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ইদ্রিস, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন ইউনিট ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।