সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন
ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন

সিলেটে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের মতো ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো: আবদুল জলিল।

সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামের এই আইকনিক প্রচার কার্যক্রম চালু করা হয়েছে। আজ থেকে এ কার্যক্রম সারা দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও চার হাজার ৫৭৯টি ইউনিয়নে ছড়িয়ে পড়বে।’

তিনি বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’তে ভোট দিলে জনগণ কী সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কী থেকে বঞ্চিত হবে— এসব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানাতে হবে।’

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের করণীয় ও বর্জনীয়, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলো গ্রাম-গঞ্জ, হাট-বাজার, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় ভোটের রিকশার মাধ্যমে প্রচার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এই প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা, কারণ এবারে একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। জুলাই সনদের মূল বিষয়গুলো ভালোভাবে জেনে-বুঝে নাগরিকরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং অবশ্যই গণভোটে অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।’

তিনি আরো বলেন, ‘গণভোটে কোনো প্রার্থী নেই। এর প্রতীক ‘হ্যাঁ’ ও ‘না’। এই দু’টি বিকল্পের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবেন।’

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, ‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।