মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ধরা পড়েছে তিনজন। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের পুলিশে সোপর্দ করে জনতা।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় কয়েক দিন ধরে গ্রাম পাহারা চালু রাখা হয়। পরে রাত আড়াইটার দিকে পাহারাদাররা ১০-১২ জন অপরিচিত লোককে দেখতে পেয়ে ধাওয়া দিলে বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের মধ্যে তিনজনকে ধরে গণধোলাই দিয়ে আটকে রাখা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সোনারগাঁওয়ের আবু হানিফ (৪২), চাঁদপুরের রাসেল (২৫) ও স্থানীয় লোকমান (৩০)।
আহত অবস্থায় তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক নূরে আলম জিকু জানান, দু’জনের আঘাত গুরুতর। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর সঠিক অবস্থা জানা যাবে।
অন্যদিকে আটক লোকমান দাবি করেন, তারা ডাকাত নন। নয়ন-পিয়াস গ্রুপের লোকজন মারধর করে তাদের জনতার হাতে তুলে দিয়েছে। তাদের সাথে জিতু রাঢ়ী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান আলী বলেন, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



