চিতলমারীতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ফাতেমার দাফন সম্পন্ন

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ফাতেমার বাবা মেয়ে মারা যাওয়ার খবরে আজই ভোরে কুয়েত থেকে দেশে এসে বড় মেয়ে ফাতেমাকে কবরস্থ করেন।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
নিহত ফাতেমা
নিহত ফাতেমা |সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীর কুনিয়াতে উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশু ফাতেমাকে দাফন করা হয়েছে। কুয়েত প্রবাসী বাবা বনি আমিন এদিন ভোরে দেশে এসে তার বড় মেয়েকে শেষ বিদায় জানিয়েছেন। বনি আমিনের তিন সন্তানের মধ্যে ফাতেমা (৯) বড়। সে উত্তরা মাইলস্টোনে ৩য় শ্রেনীতে পড়তো। উত্তরার ভাড়া বাসায় থাকতো ফাতেমারা।

আজ মঙ্গলবার সকালে ফাতেমার লাশ তার গ্রামের বাড়ী বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে পৌঁছায়।

সেখানে গ্রামবাসী ফাতেমাকে শেষ বিদায় দেয়ার অপেক্ষায় ছিল। সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে ফাতেমার লাশ চিতলমারীতে আনা হয়। স্থানীয় কুনিয়া কওমি মাদ্রাসা গণ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ফাতেমার বাবা মেয়ে মারা যাওয়ার খবরে আজই ভোরে কুয়েত থেকে দেশে এসে বড় মেয়ে ফাতেমাকে কবরস্থ করেন। ফাতেমার মৃত্যূর খবরে এলাকায় শোকের মাতম চলছে।