শরীয়তপুরের ডামুড্যায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চান্দের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ চান্দের বাজার এলাকার সিরাজ কাজীর ছেলে।
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: রফিকুল ইসলাম মামুন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল্লাহর মা তাকে পাশে রেখে মৌসুমি ফসল পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত ছিলেন। এ সময় তার পাশেই খেলাধুলা করছিল আব্দুল্লাহ। কিন্তু হঠাৎ করেই আব্দুল্লাহ সকলের চোখের আড়ালে পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে স্বজনরা তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহর খালা সাজেদা বেগম বলেন, ‘বুধবার দুপুরে নিহত আব্দুল্লার মা পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত ছিলেন। সেই সময় আব্দুল্লাহ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’