ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল শিকদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জুয়েল শিকদার ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া পূর্বপাড়া এলাকার মরহুম মোশারফ হোসেনের ছেলে এবং তিনি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, আওয়ামী সরকার পতনের আগে তিনি যুবলীগের পদপ্রার্থী ছিলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, জুয়েল শিকদার ছাত্র-জনতা হতাহতের মামলায় এজাহারভুক্ত আসামি।