সিলেট শহরের ছিনতাই, চাঁদাবাজি, অবৈধ স্ট্যান্ড, হকারের দখল ও যানজট সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
তিনি বলেন, ‘এসব সমস্যার টেকসই সমাধানে আমাদের একসাথে কাজ করতে হবে। পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসএমপির সদর দফতরের সম্মেলন কক্ষে সিলেট নগরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় কমিশনার জানান, শিগগিরই সিলেটে ‘জিনিয়া’ অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা দায়ের করতে পারবেন এবং দ্রুততম সময়ে আইনগত সহায়তা পাবেন।
যানজট নিরসনে নির্ধারিত পার্কিংয়ের জায়গায় পার্কিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘অনেক পার্কিংয়ের জায়গায় দোকান স্থাপন করা হয়েছে। এসব জায়গা পার্কিং ব্যবহারের উপযোগী করে দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের অনেক জায়গায় রাত ৯টার পর দোকানপাট বন্ধ হয়ে যায়, কিন্তু সিলেটে তা খোলা থাকে রাত ১১টা পর্যন্ত। এছাড়া, শুক্রবারেও দোকান খোলা থাকে, যদিও সপ্তাহে একদিন বন্ধ রাখার নিয়ম রয়েছে। নিয়ম মেনে চললে যানজট অনেকটা কমানো সম্ভব।’
এদিকে খাবার ও ফার্মেসি ছাড়া রাত ৯টার পর অন্যান্য দোকান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব দেন কমিশনার।
ফুটপাত ব্যবহারে অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু দোকানদার হকার বসিয়েছেন, কেউ নিজেরাই ফুটপাত দখল করে ব্যবসা করছেন। এতে বৈধ দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে। সুন্দর নগরী গড়তে সবাইকে ছাড় দিতে হবে।’
তিনি দোকানদারদের উদ্দেশে বলেন, ‘দোকানের সামনের ফুটপাত পরিষ্কার রাখুন। কাউকে বসতে দেবেন না। কেউ বসতে চাইলে পুলিশকে জানালে ব্যবস্থা নেয়া হবে।’
সভা শেষে পুলিশ কমিশনার বলেন, ‘সিলেটকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে রূপান্তরিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।’
সভা শুরুর আগে এসএমপি কমিশনারের সভাপতিত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ নগরের যানজট, হকারমুক্ত ফুটপাত ও রাস্তা, অবৈধ স্ট্যান্ড ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং চুরি, ছিনতাইসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সিলেট জেলা দোকান মালিক সমিতি এবং মহানগর এলাকার বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।