চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহফুজুল হক বলেছেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় আসতে হবে। শিক্ষার্থীদের প্রকৃতি বন্ধু হবে তার পাঠ্যপুস্তক। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোনো বৈষম্য তৈরি করা যাবে না। সকল শিক্ষার্থীদের সমান চোখে দেখতে হবে। শিক্ষার পাশাপাশি আদব-কায়দা ও নম্রতা থাকতে হবে।’
লোহাগাড়া উপজেলার পদুয়া শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) পদুয়া শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চড়ুইভাতি-২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো: আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দু।
লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়গুলো শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই নয় বরং শিক্ষার্থীদের সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করতে পারে। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতি চর্চার পথ সুগম হয়। যোগ্য শিক্ষার্থী এবং নেতৃত্ব তৈরি করতে এ ধরণের আয়োজন বিশাল ভূমিকা রাখতে পারে।
আরো উপস্থিত ছিলেন- সিকো গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বেগম জেবুন্নেছা চৌধুরী, এ এম এম, সাইফুল ইসলাম চৌধুরী, আবু মুহাম্মদ মুহসীন চৌধুরী, দতাজুল ইসলাম চৌধুরী খোকন, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ মান্না, নাছির উদ্দিনসহ প্রমুখ।



