বোরহানউদ্দিনে অ্যাসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভালো কাজ করলে শাস্তি আর খারাপ কাজ করলে পুরস্কার—এটা হতে দেয়া হবে না। জনবান্ধব এ অ্যাসিল্যান্ডকে অল্প সময়ে কাদের স্বার্থে বদলি করা হয়েছে তা প্রশাসনের কাছে স্পষ্ট নয়।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
অ্যাসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী
অ্যাসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে থানার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে সমাজসেবক মোহাম্মদ আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, অধ্যাপক মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ, প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজন সম্পাদক নাছির পাটোয়ারী, ইমাম ইউসুফ ফরাজী, শিক্ষক জাকির হোসেন হাওলাদারসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘ভালো কাজ করলে শাস্তি আর খারাপ কাজ করলে পুরস্কার—এটা হতে দেয়া হবে না। জনবান্ধব এ অ্যাসিল্যান্ডকে অল্প সময়ে কাদের স্বার্থে বদলি করা হয়েছে তা প্রশাসনের কাছে স্পষ্ট নয়। যদি রোববারের কর্মদিবসের মধ্যে তার বদলির আদেশ প্রত্যাহার না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

পরে থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণস্বাক্ষর কর্মসূচিও পালন করে তারা।

উল্লেখ্য, মো: মেহেদী হাসান ২০২৪ সালের ২৪ জুলাই বোরহানউদ্দিনে যোগদান করেন। গত ২১ আগস্ট তাকে বরিশাল গৌরনদীতে বদলির আদেশ দেয়া হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা শ্রেণির মানুষ তার বদলি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।