টাঙ্গাইলে আগুনে পুড়লো কৃষকের পাঁচটি গরু

‘কীভাবে আমার সংসার চলবে, বুঝতে পারছি না। কয়েক মাসের কষ্ট আর আশা সবকিছু শেষ হয়ে গেল। এতে অন্তত ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু
আগুনে পুড়লো কৃষকের গবাদিপশু |নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গোয়ালঘরে আগুন লাগার ঘটনায় শাহ আলম বেগ নামে এক কৃষক পরিবারের পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে তার অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আড়াইপাড়া বেগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অল্প কিছু পুঁজি আর কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে দু‘লাখ টাকা ঋণ নিয়ে তিনি গরুগুলো কিনেন। স্বপ্ন ছিল এগুলো লালনপালন করে তিনি আরো স্বাবলম্বী হয়ে উঠবেন। কিন্তু নিয়তির খেলায় তা আর হয়ে উঠল না।

ভুক্তভোগী কৃষক জানান, মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল জ্বালিয়ে রাখতেন। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভেঙে বাইরে তাকালে দেখতে পান গোয়ালঘরে আগুন জ্বলছে। তখন তিনি গরুগুলোকে বাঁচাতে ছুটে যান।

এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে ভেতরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। এ সময় একটি দগ্ধ হয়ে বাইরে চলে আসে। অন্য একটি গরুর অবস্থা খারাপ দেখে জবাই করা হয়।

তিনি বলেন, মারা যাওয়া চারটি গরুর মধ্যে দুটি ষাঁড় গরু, একটি গাভি ও একটি বকনা বাছুর ছিল। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কীভাবে আমার সংসার চলবে, বুঝতে পারছি না। কয়েক মাসের কষ্ট আর আশা সবকিছু শেষ হয়ে গেল। এতে অন্তত ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, শাহ আলমের এই গরুগুলোই ছিল পরিবারের প্রধান অবলম্বন। এ ঘটনায় পরিবারটি এখন অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কালিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, তিনি গরুকে খাওয়ানোর জন্য গোয়ালঘরে তুলা রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, তুলার বস্তা জ্বলন্ত কয়েলের ওপরে পড়ে। সেখান থেকে গোয়ালঘরে আগুনের ঘটনা ঘটে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক শাহ আলমের পাশে থাকার চেষ্টা করবো।