হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ কর্মসূচি পালন করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল বিভাগের ছয়টি জেলা ও মাদারীপুরের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দেন ও হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ সময় হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এছাড়া স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা।

পরে দুপুর সোয়া ৩টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।

অবরোধের সময় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো: হাসিবুল্লাহ ও রুবেল মৃধা, কার্যকরী সদস্য হাফেজ আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।