মহান মে দিবসে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে কালীগঞ্জে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে পৌরসভার পুরাতন সোনালী ব্যাংক মোড় হতে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোবারক হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামান, পৌর আমির মাওলানা আমিমুল এহসান, পৌর নায়েবে আমির মো: আনোয়ার হোসেন, সেক্রেটারি মো: আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
পথসভায় প্রধান অতিথি বলেন, ‘১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বাংলাদেশ জামায়াত ইসলামী মালিক পক্ষের সাথে শ্রমিকদের সুসম্পক বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অধিকার আদায়ের লক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে।’