ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ থেকে ১২জন।
শুক্রবার (১ আগস্ট) ভোররাতের দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুসের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামে বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিলেন। পথে মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের বাম পাশে রেখে চাকা মেরামতের কাজ করছিলো বাসের স্টাফরা।
এ সময় মাওয়াগামী একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে থেমে থাকা ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুততম সময়ে সময়ে আহতদের উদ্ধারে কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির জিলানী জানান, এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন। ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।