ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন প্রদানের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা শহীদ মিনার থেকে গণমিছিলটি বের হয়ে সড়ক ও বাজার প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আযম খান, রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা জনিপ্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন যথাযথ হয় নাই। যোগ্য প্রার্থীর অভাবে মেলান্দহ - মাদারগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। তাই দলের কেন্দ্রীয় কমিটির কাছে মেলান্দহ - মাদারগঞ্জ উপজেলার ভোটারদের দাবি দলের প্রাথমিক মনোনয়ন প্রার্থীকে পরিবর্তন করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রাথমিক মনোনয়ন প্রদান করেছে।



