চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ; আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
চৌদ্দগ্রাম থানা
চৌদ্দগ্রাম থানা |ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) ওই গৃহবধূ মামলা দায়ের করেন। এর আগে, চলতি মাসে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন ভুক্তভোগীর স্বামী নোয়াখালীর সুধারাম থানার রাম হরিতালুক গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহমেদ (২৬), মরহুম সিরাজ মাঝির ছেলে বেলাল হোসেন (৩৫), আবুল কাশেমের ছেলে হৃদয় (২৫), চাঁন মিয়া মাঝির ছেলে মহিন (২৬) ও একই থানার মুন্সীতালুক গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম (৪৫)।

মামলার বিবরণে জানা যায়, রাজু আহমদের সাথে ওই নারীর ২০২৩ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজু নেশাগ্রস্ত হওয়ায় তাদের সংসারে বনিবনা হচ্ছিল না। এ কারণে ওই নারী তার বাবার বাড়ি নোয়াখালীর সুধারামে চলে যান। চলতি মাসের প্রথম দিকে উভয় পরিবারের সম্মতিতে তাকে পুনরায় রাজু বাড়ি নিয়ে যান। গত ১৫ অক্টোবর কুমিল্লা শহরে থাকার কথা বলে রাজুর কর্মস্থল উপজেলার মিরশ্বানিতে ইসলামিয়া ব্রিক ফিল্ডে নিয়ে যান। সেখানে ব্রিক ফিল্ড শ্রমিক বেলাল হোসেন তাদেরকে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেন। পরদিন রাত ১০টায় বেলাল ও আবুল কালাম ঘরে প্রবেশ করে রাজুর সাথে শলাপরামর্শ করে কালাম, বেলাল ও মহিন উদ্দিন পালাক্রমে তাকে ধর্ষণ করেন। চক্ষু লজ্জা ও ভয়ে তিনি বিষয়টি দু’দিন কাউকে জানাননি। ১৮ ও ২০ অক্টোবর রাতে হৃদয়সহ দু’জন আবারো তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হিলাল উদ্দিন আহমেদ জানান, ওই নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।