নরসিংদীর মাধবদীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত্যুর পাঁচ মাস ২১ দিন পর কবর থেকে মাধবদী পৌরসভার সাবেক কমিশনার মোবারক হোসেনের লাশ উত্তোলন করেছে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের উপস্থিতিতে মাধবদী পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনারের লাশ উত্তোলন করা হয়।
এর আগে গত ১৫ নভেম্বর সাবেক কমিশনার মোবারক হোসেনের মৃত্যু হলে তা স্বাভাবিক মৃত্যু ভেবে জানাজা শেষে তাকে কবর দেয়া হয়।
জানা গেছে, মৃত্যুর পর থেকে নিহত মোবারকের স্ত্রী মোছা: মনিরা সরকারের অস্বাভাবিক চলাফেরা দেখে ছেলে মেয়েদের মনে সন্দেহ সৃষ্টি হয়। এ নিয়ে গত এক মাস আগে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে ছেলে মো: আবীর হোসেন তার বাবার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য তার মাকে জানায়। পরে সেই রাতেই দুর্বৃত্তরা কবর খুড়ে পেট্রোল ঢেলে নিহতের লাশ পুড়িয়ে দেয়ার চেষ্টা করলে নিহতের স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ আরো তীব্র হয়। পরে ছেলে মো: আবীর হোসাইন তার মা মনিরা সরকারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নিহতের লাশ উত্তোলন করা হয়েছে।