চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী কেন্দ্রের অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ
চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী কেন্দ্রের অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।

শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত নেতা মো: কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মো: বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন নায়েবে আমির হাফেজ বদিউল আলম, সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম, ছাতিয়ানী কেন্দ্র পরিচালক মো: ওমর ফারুক পন্ডিত।

জামায়াতের ছাতিয়ানী গ্রাম কমিটির সভাপতি মো: আহসান উল্লাহর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সাইফুদ্দিন মজুমদার, জামায়াত নেতা কামরুল হাসান, ডা: তাজুল ইসলাম, মাসুম বেপারী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো: দেলোয়ার হুসাইন, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: মাছুম বিল্লাহ, সেক্রেটারি নাছির উদ্দিন মোল্লা, ছাতিয়ানী ইউনিট সভাপতি মাহবুবুর রহমান মোল্লা, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রায়হানসহ নেতারা।