পাঁচবিবিতে পরিত্যক্ত দোকান থেকে যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকালে উপজেলার আওলাই ইউনিয়নের ভুতগাড়ী বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Joypurhat
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে আরিফ হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আওলাই ইউনিয়নের ভুতগাড়ী বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার মুরারীপুর গ্রামের মো: আনোয়ার হোসেন ওরফে জলিলের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।

সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতের কোনো এক সময় আরিফ হোসেন দোকান ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে এক নারী দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।