সম্প্রতি মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ২৩ দোকান পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
বুধবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বক্তারা ঘণ্টাব্যাপী এসব কথা বলেন।
খাগড়াড়ির মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবিতে মহালছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন করা হয়েছে।
বক্তারা আরো অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো উন্নয়নের অভাব দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ২টি অ্যাম্বুলেন্স থাকা সত্বেও রুগীরা পাচ্ছেন না কাঙ্খিত সুবিধা। বক্তারা অবিলম্বে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি জানান।
মানবন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: হেলাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বক্তব্য রাখেন।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ মহালছড়ির সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



