জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা এখন সময়ের দাবি। শিক্ষার মান সুনিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। প্রয়োজনে জাতীয়করণের পূর্বমুহূর্ত পর্যন্ত পর্যায়ক্রমে সকল নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষা সবার মৌলিক অধিকার। এ মৌলিক অধিকারকে নিশ্চিত করার জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষায়তনের দিকে সরকারের বিশেষ নজর দিতে হবে। আমি আমার কর্মজীবন শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম এ কলেজে। তাই এ কলেজের সাথে আমার রুহের সম্পর্ক রয়েছে।’
এদিকে জামায়াত সরকার গঠন করতে পারলে শিক্ষকদের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াতের এ নেতা।
মতবিনিময়কালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, উপজেলা আমির নুমায়ুন আলী, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আনোয়ারুল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অধ্যাপক মুজিবুর রহমান কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ মো: জামিউল আরিফসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।