পরিবেশ উপদেষ্টা

অবৈধ দখলদারমুক্ত করতে বন বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে

‘কী করলে হাতি লোকালয়ে আসবে না এবং হাতির খাদ্য সংস্থানের ব্যবস্থা হবে, তা দেখতেই আমরা এসেছি।’

মুগনিউর রহমান মনি, শেরপুর

Location :

Sherpur
শেরপুরের দাওধারা এলাকা পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
শেরপুরের দাওধারা এলাকা পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান |নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন রক্ষায় অবৈধ দখলদারমুক্ত করতে বন বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে। সরকারকে আলাদা আলাদা জায়গা থেকে দেখার কোনো সুযোগ নেই। হাতি ও মানুষ কীভাবে সহাবস্থানে থাকতে পারে এটিও আমাদেরকে দেখতে হবে।

সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হাতির আবাসস্থল ধ্বংস করার কারণে হাতি লোকালয়ে প্রবেশ করছে। কী করলে হাতি লোকালয়ে আসবে না এবং হাতির খাদ্য সংস্থানের ব্যবস্থা হবে, তা দেখতেই আমরা এসেছি। এদিকে বনবিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে বনের গাছ উজার হচ্ছে এমন প্রশ্নের জবাবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।’

এ সময় উপদেষ্টার সাথে ছিলেন বিভাগীয় বন সংরক্ষক কাজী মুহম্মদ নুরুল করিম, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর উপদেষ্টা মধুটিলা ইকো পার্ক পর্যটন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।