আশুলিয়ায় দীর্ঘদিন ধরে লাইন থেকে বের হচ্ছে গ্যাস, দুর্ঘটনার আশঙ্কা

জাতীয় নাগরিক পার্টি আশুলিয়া থানা কার্যালয়ের সামনের সড়কের বিভিন্ন স্থানে লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। এই লাইনের উভয় পাশে অসংখ্য দোকানপাট, আবাসিক বাসাবাড়ি এবং একটি পোশাক কারখানা রয়েছে।যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Savar
আশুলিয়ায় দীর্ঘদিন ধরে লাইন থেকে বের হচ্ছে গ্যাস, দুর্ঘটনার আশঙ্কা
আশুলিয়ায় দীর্ঘদিন ধরে লাইন থেকে বের হচ্ছে গ্যাস, দুর্ঘটনার আশঙ্কা |নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন স্থানে গ্যাস লাইনের পাইপের লিকেজ থেকে অবিরত বের হচ্ছে গ্যাস। এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হচ্ছে অন্যদিকে রয়েছে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা। যার ফলে চরম আতঙ্ক নিয়ে বসবাস করছে স্থানীয়রা। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সরেজমিনে, আশুলিয়ার জিরানী বাজার, টেংগুরি, হারুন গেট, জিরানী বাজার, আলফা গার্মেন্টসের সামনের সড়কসহ বিভিন্ন স্থানে গিয়ে এ চিত্র দেখা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় লাইনের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। যার ফলে কারখানা ও স্থানীয় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছে না। এতে কোনো কোনো সময় রান্না না হওয়ায় হোটেল-রেস্তোরা থেকে খাবার কিনে এনে খেতে হয়। বিষয়টি একাধিকবার তিতাস গ্যাস অফিসকে অবহিত করলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। দিন ও রাতে অবিরত গ্যাস বের হচ্ছে বুদ বুদ শব্দে, স্থানীয়রা থাকে আতঙ্কে।

আজিম রহমান ও দীন ইসলামসহ কয়েকজন বাড়িওয়ালা জানান, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এখান থেকে গ্যাস বের হচ্ছে। এর আগে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। কিন্তু তিতাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যেখান থেকে গ্যাস বের হচ্ছে তার আশেপাশেই রয়েছে আবাসিক এলাকা, দোকানাপটা ও একটি গার্মেন্টস ফ্যাক্টরি। এখানকার বাসিন্দারা আতঙ্কে থাকে সব সময়। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অবিরত এখান থেকে গ্যাস বের হলেও তিতাস কর্তৃপক্ষ মেরামতের কোন ব্যবস্থা নিচ্ছেন না।

চায়ের দোকানদার আলী হোসেন নামের একজন জানান, চায়ের দোকানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু দোকানের সামনেই সড়কে অবিরত গ্যাস বের হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এক রকম আতঙ্ক নিয়েই চায়ের দোকান করে থাকি।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুল জানান, জাতীয় নাগরিক পার্টি আশুলিয়া থানা কার্যালয়ের সামনের এই সড়কের বিভিন্ন স্থানে লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। এই লাইনের উভয় পাশে অসংখ্য দোকানপাট, আবাসিক বাসাবাড়ি এবং একটি পোশাক কারখানা রয়েছে। অবিরত এখান থেকে গ্যাস বের হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিষয়টি গ্যাস অফিসে অবহিত করা হয়েছে। তারা মেরামতের আশ্বাস দিয়েছেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন মোবাইলফোনে নয়া দিগন্তকে জানান, এটা ইমার্জেন্সি সাভার অফিস দেখে, আপনি ওখানে একটা ফোন দিয়ে জানান এবং ‘আপনাকে ধন্যবাদ’ দিয়েই ফোন রেখে দেন।

পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আব্দুল মান্নান গ্যাসের লিকেজের মেরামত কাজ দ্রুত সময়ে করবেন বলে আশ্বাস দেন এবং মেরামত টিমকে দ্রুত পাঠাবেন বলেও জানান তিনি।